বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয়ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেশের পরিসংখ্যান সংক্রান্ত বিষয়ে প্রযুক্তিগত এবং প্রশাসনিক নির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দায়িত্বরত এবং একই সাথে পরিসংখ্যান সংক্রান্ত সকল প্রোগ্রাম প্রয়োগ সংস্থা হিসেবেও কাজ করে থাকে। এটি দেশের সব ধরণের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ, গবেষণা প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার কাজকর্ম বাস্তবায়নের জন্য ঢাকা হেড অফিসমাঠ পর্যায়ের বিভাগীয়, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের অফিসগুলোর নেটওয়ার্কস্থাপন করেছে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর ৬৪টি জেলায় ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস,৪৯৩ টি উপজেলা এবং ৬৯ টি মেট্রোপলিটন থানা পরিসংখ্যান অফিস এর শাখা বিস্তৃত। উপপরিচালকের কার্যালয়, জেলা পরিসংখ্যান অফিস,ঢাকা তার মধ্যে অন্যতম।